আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সরগরম হয়ে উঠেছে রাঙামাটির রাজনৈতিক অঙ্গন। পুরোদমে মাঠে নেমেছেন রাঙামাটি-২৯৯ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। শুরু করেছেন প্রচার-প্রচারণা। শহর এলাকাসহ বিভিন্ন জনবহুল এলাকায় চলছে পোস্টারিং ও মাইকিং।
রাঙামাটির-২৯৯ আসনটি ধরে রাখতে চান প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। তবে কোন দলের প্রার্থী এ আসনটি ধরে রাখতে পারবে, তা নিয়ে শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। ১০টি উপজেলা নিয়ে রাঙামাটি জেলার একটি মাত্র সংসদীয় আসন-২৯৯। এ আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনজন প্রার্থী।
তারা হলেন-আওয়ামী লীগের দীপংকর তালুকদার (নৌকা), বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের সমর্থিত প্রার্থী অমর কুমার দে (ছড়ি) ও তৃণমূল বিএনপি সমর্থিত প্রার্থী মো. মিজানুর রহমান (সোনালী আঁশ) প্রতীক নিয়ে লড়ছেন। প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদী। কেউ কাউকে ছোট করে দেখছে না।
আর মাত্র কয়েক দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দশম জাতীয় সংসদ নির্বাচন। বাকি সময়টুকু নির্বাচনের প্রচারণার কাজে লাগাতে বিপুল জনসমর্থন নিয়ে প্রার্থীরা ভোট চাইতে ছুটে যাচ্ছে রাঙামাটির প্রত্যন্ত ও দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে। নির্বাচনের প্রতিশ্রুতি হিসেবে সাধারণ মানুষদের দিয়ে আসছে অনেক আশার বাণী।
প্রার্থীদের মাঝে যেমন বেড়েছে তোড়জোড়, তেমনি ভোটারদের মাঝেও চলছে প্রার্থীদের সম্পর্কে বিশদ আলোচনা ও পর্যালোচনা। ভোটাররা মনে করেন, প্রার্থীদের মধ্যে যিনি প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক এবং সর্বক্ষেত্রে যোগ্য তাকে দেখেই নিজেদের ভোট প্রয়োগ করবেন।
বিডি প্রতিদিন/এমআই