২৬ ডিসেম্বর, ২০২৩ ২১:২১

শিবচরে গুড়ের কারখানা অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুর প্রতিনিধি:

শিবচরে গুড়ের কারখানা অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

মাদারীপুর জেলার শিবচরে একটি বাড়িতে ভেজাল গুড় তৈরি কারখানার সন্ধান পেয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে পরিচালিত অভিযানে কারখানাটি সন্ধান পাওয়া যায়। অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর মাদারীপুর কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস। এসময় ভারতীয় এলসি গুড়, চিনি, হাইড্রোজ ও কাপড়ের রং ব্যবহার করে (খেজুরের রস ছাড়াই) তৈরি করা পনের মণ গুড় জব্দ করে তা জনসম্মুখে বিনষ্ট করা হয়।

এ ঘটনায় কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের হাসেম খাঁনের ছেলে জয়নাল খাঁনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদৌস বলেন, শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের দোতারা গ্রামের হাসেম খাঁনের ছেলে জয়নাল খাঁনের নিজ বাড়িতে অভিযান চালিয়ে পনের মণ ভেজাল গুড় জব্দ কর হয়।  জনস্বার্থে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালীন উপস্থিত ছিলেন মাদারীপুর নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, শিবচর উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ফজলুল হকসহ শিবচর থানার পুলিশ সদস্যরা।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর