১২ জানুয়ারি, ২০২৪ ১৭:১১

পাবনায় শীতের তীব্রতা বাড়ছে, মৃদু শৈত্যপ্রবাহ

পাবনা প্রতিনিধি:

পাবনায় শীতের তীব্রতা বাড়ছে, মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশা আর উত্তরের হিমশীতল বাতাসে পাবনায় শীত জেঁকে বসেছে। শীতের তীব্রতায় কাহিল হয়ে পড়েছেন পাবনাবাসী। হিমেল হাওয়ার সাথে রাত থেকে সকাল ১০টা পর্যন্ত বৃষ্টির মতো শিশির ঝরেছে। বিকেল ৪টা পর্যন্ত পাবনার কোথাও সূর্যের দেখা মেলেনি।

শুক্রবার (১২ জানুয়ারি) পাবনার ঈশ্বরদীর আবহাওয়া অফিসে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস জানিয়েছেন এটি মৃদু শৈত্যপ্রবাহের কথা জানিয়েছেন পাবনার ঈশ্বরদী আবহাওয়া অফিসের ইনচার্জ নাজমুল হাসান।  

এদিকে গতকাল রাত থেকে তাপমাত্রা প্রায় কাছাকাছি রয়েছে। এ জন্য ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস। আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গ্রামাঞ্চলের মানুষ। এই শীতে জীবিকার অন্বেষণে প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছে শ্রমজীবী ও নিম্ন-আয়ের লোকজন।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার সকাল থেকেই পুরান কাপড়ের বাজারে গরম পোশাকের দোকানে ভিড় করছে ক্রেতারা। পাশাপাশি বাজারের বিভিন্ন শপিং মল ও বিপণী বিতানেও এসব পোশাক বিক্রি বেড়েছে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর