৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৬:৩৮

ভোলায় শিক্ষার্থীদের নিয়ে লিগ্যাল এইড সেমিনার

ভোলা প্রতিনিধি

ভোলায় শিক্ষার্থীদের নিয়ে লিগ্যাল এইড সেমিনার

নিরক্ষর দরিদ্র অসহায় জনগোষ্ঠীর আইনি অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ভোলায় লিগ্যাল এইড তথা সরকারি আইনগত সহায়তা কার্যক্রম বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে বাংলা বাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের পাশাপাশি বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন।

কলেজ অধ্যক্ষ হারুন অর রশিদের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা লিগ্যাল এইড কমিটির সদস্য সচিব সাব্বির মো. খালিদ। এ ছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা জজ মো. ফজলে রাব্বী ও হজরত আলী।

এসময় প্রজেক্টরের মাধ্যমে প্রায় ঘণ্টাব্যাপী লিগ্যাল এইডের কর্মকাণ্ডের উপর তথ্য চিত্র প্রদর্শনী করা হয়। পাশাপাশি আইনগত সহায়তা প্রদানের বিষয়ে করণীয় সম্পর্কে দিক-নির্দেশনা দেওয়া হয়। পরে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

বিডি প্রতিদিন/এমআই

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর