বগুড়ার ধুনটে মুন্নি আকতার (২৫) নামের এক মহিলা অওয়ামী লীগ কর্মীর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় ধুনট সদরের টাওয়ারপট্টি এলাকার একটি ভাড়া বাড়ি থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।
মুন্নি আকতার এলাঙ্গী ইউনিয়নের হাসাপোটল পশ্চিমপাড়া এলাকার মোয়াজ্জেম হোসেনের মেয়ে। সে মহিলা আওয়ামী লীগের একজন কর্মী ছিল।
পুলিশ ও স্থানীয়সূত্রে জানা গেছে, মুন্নি আকতার ডিভোর্সের পর ৫ বছর বয়সী মেয়েকে নিয়ে বাবার বাড়িতে বসবাস করতেন। এরপর গত এক বছর আগে বাক্ষ্মণবাড়িয়া এলাকার সৌদি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয়। তার স্বামী বিদেশ যাওয়ার পর গত ৪ মাস আগে মুন্নি আকতার ধুনট সদরের টাওয়ারপট্টি এলাকায় বাড়ি ভাড়া নিয়ে মেয়ের সঙ্গে বসবাস করে আসছিল।
গত সোমবার বিকেলে প্রতিবেশিরা জানালা দিয়ে মুন্নির মৃতদেহ সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে থাকতে দেখে। পরে পুলিশ সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মুন্নির মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে।
ধুনট উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুলতানা জাহান জানান, মুন্নির কোন পদবী না থাকলেও সে মহিলা আওয়ামী লীগের একজন কর্মী ছিল।
ধুনট থানার এসআই জাহাঙ্গীর আলম জানান, সংবাদ পেয়ে ঘরের দরজা ভেঙ্গে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল