প্রাথমিক বৃত্তি পরীক্ষায় প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের প্রাইভেট স্কুলের শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (২৮ জুলাই) সকালে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করে প্রাইভেট স্কুল অ্যাসোসিয়েশন।
মানববন্ধনে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের সভাপতি হাবিবুর রহমান সবুজ, সাধারণ সম্পাদক রেজাউল করিম সুমনসহ আরও অনেকে।
বক্তারা জানান, সরকার ১৭ জুলাই প্রকাশিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ না রাখার সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্তকে "একতরফা ও অযৌক্তিক" আখ্যা দিয়ে তারা বলেন, এটি দেশের প্রাথমিক শিক্ষায় বৈষম্য তৈরি করবে এবং শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে দেবে।
তারা আরও বলেন, বর্তমানে দেশে প্রায় ৫০ হাজার বেসরকারি কিন্ডারগার্টেন ও সমমানের প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় এক কোটি শিক্ষার্থী পড়াশোনা করছে। শুধু লক্ষ্মীপুর জেলাতেই রয়েছে প্রায় ৪৫০টি প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠান, যার মধ্যে সদর উপজেলায় ১৩৫টি।
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও শিক্ষাবিষয়ক উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
বিডি প্রতিদিন/আশিক