নীলফামারীতে আধুনিক ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে জেলা ট্রাক ট্যাংকলরি শ্রমিক ইউনিয়ন (রেজি নং-১৪৭৬)। সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের চৌরঙ্গি মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জামিয়ার রহমান। এতে জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো, মোফাখখারুল ইসলাম চিনু ও কামরুজ্জামান বাবু বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, নীলফামারী মহকুমা থেকে জেলায় উন্নীত হলেও এখনও ট্রাক টার্মিনাল নির্মাণ হয়নি। এছাড়া ২৫ বছর আগে নির্মিত বাইপাস সড়ক আজ পরিণত হয়েছে "মরণ ফাঁদে"। ফলে শহরে যানজট ও দুর্ঘটনা বেড়ে চলেছে।
জামিয়ার রহমান জানান, নীলফামারীতে ব্যক্তি মালিকানাধীন প্রায় ৩০০ ট্রাক রয়েছে। এসব রাখার জন্য নির্ধারিত জায়গা না থাকায় যত্রতত্র রাখতে হয়, যা নিরাপত্তাহীনতার ঝুঁকি তৈরি করছে। দূরদূরান্ত থেকে আসা চালকরাও ভোগান্তিতে পড়ছেন।
জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান কোকো বলেন, “নীলফামারী এখন ব্যস্ত শহরে রূপ নিয়েছে। মানুষ ও যানবাহন দুটোই বেড়েছে। কিন্তু পরিকল্পনাহীন উন্নয়নের কারণে শহরবাসী চরম ভোগান্তিতে রয়েছে। প্রশাসনের উচিত ট্রাক টার্মিনাল ও নিরাপদ বাইপাস সড়ক নির্মাণ করে শহরে শৃঙ্খলা ফেরানো।”
মানববন্ধনে জেলা শহর ছাড়াও বিভিন্ন উপজেলা থেকে ট্রাক মালিকরা অংশ নেন।
বিডি প্রতিদিন/হিমেল