২০ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:১০

বাল্য বিয়ে মুক্ত হচ্ছে নীলফামারী পৌরসভা

নীলফামারী প্রতিনিধি:

বাল্য বিয়ে মুক্ত হচ্ছে নীলফামারী পৌরসভা

নীলফামারী পৌরসভা এলাকাকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে পৌরসভা সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্যানেল মেয়র ইয়াসিন আলী। 

এতে স্বাগত বক্তব্য দেন ওর্য়াল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম। পৌরসভার নির্বাহী কর্মকর্তা মশিউর রহমান, সহকারী প্রকৌশলী হামিদুর রহমান, কাউন্সিলর ময়নুল ইসলাম ও নারী ওয়ার্ড কাউন্সিলর রতনা রানী বক্তব্য দেন সভায়। এতে জানানো হয় নীলফামারী পৌর এলাকায় ১৪বছর থেকে ২১ বছর বয়সী ১ হাজার ২৬৫ জন ছেলে ও ১২ থেকে ১৮ বছর বয়সী ১ হাজার ১২১ জন মেয়ে রয়েছে। 

ছেলে ও মেয়েদের এই সময়টি অত্যন্ত ঝুঁকিপূর্ণ কারণ এ সময়ের মধ্যেই বাল্য বিয়ের শিকার হতে পারে ছেলে কিংবা মেয়েটি। বলা হয় একজনও যাতে বাল্য বিয়ের শিকার না হয় উঠান বৈঠক, আলোচনা সভা, সচেতনতা মুলক কার্যক্রম, মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে বিভিন্ন অংশীজনদের নিয়ে। ওর্য়াল্ড ভিশন নীলফামারী এপির সিনিয়র ম্যানেজার লোটাস চিসিম জানান, চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত ২৩৮৬ জন শিশুকে আমরা পর্যবেক্ষণ করবো যাতে তারা বাল্য বিয়ের শিকার না হয়। আশা করছি এ বছরের শেষের দিকে নীলফামারী পৌরসভা এলাকাকে বাল্য বিয়ে মুক্ত হিসেবে ঘোষণা করা হবে। 

বিডি প্রতিদিন/এএম

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর