২১ ফেব্রুয়ারি, ২০২৪ ২১:০৫

টাঙ্গাইলে মার্তৃভাষা দিবসে আলোচনা সভা

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইলে মার্তৃভাষা দিবসে আলোচনা সভা

ছবি- বাংলাদেশ প্রতিদিন।

টাঙ্গাইলে শহীদ দিবস ও আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে শহরের শহীদ স্মৃতি পৌরউদ্যানে এ সভার আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান একুশে পদক প্রাপ্ত ফজলুর রহমান খান ফারুক। প্রধান আলোচক ছিলেন সংসদ সদস্য মো. ছানোয়ার হোসেন। 

জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ। 

সম্মানিত অতিথি ছিলেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক বুলবুল খান মাহবুব। পরে সমাজ সেবায় বিশেষ অবদান রাখার জন্য মির্জাপুরের রনদা প্রসাদ সাহা ও রাজনীতিতে বিশেষ অবদানের জন্য রাফিয়া আক্তার ডলিকে মরণোত্তর সংবর্ধনা প্রদান করা হয়। এরপর একুশে বই মেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। শেষে কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর