২৫ ফেব্রুয়ারি, ২০২৪ ১৯:১০

ফুলবাড়ীতে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রাম প্রতিনিধি

ফুলবাড়ীতে ৪ পরীক্ষার্থী বহিষ্কার

কুড়িগ্রামের ফুলবাড়ীতে এসএসসি পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার ও নকল করার অপরাধে ৪ জন পরিক্ষার্থীকে বহিষ্কার  করা হয়েছে। সেই সাথে এক শিক্ষককেও দায়িত্বে অবহেলার কারনে অব্যাহতি দেয়া হয়েছে। রবিবার গণিত পরীক্ষা চলাকালীন উপজেলার তিন কেন্দ্র থেকে তাদেরকে বহিষ্কার করা হয়। ওই কেন্দ্রগুলোর মধ্যে ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজন, মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দুইজন ও ফ্লুবাড়ী জছিমিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে একজনকে ববহিষ্কার করা হয়। আর বহিষ্কৃত পরীক্ষার্থীরা হলো আশিফুর রহমান আকাশ,লাবু মিয়া,ফারজানা ইয়াসমিন ও  মাহমুদ হাসান। স্বস্ব কেন্দ্র সচিবগণ এ ব্যাপারে নিশ্চিত করেন।

এদিকে, গণিত পরীক্ষা দেয়ার সময় পরীক্ষার হলে স্মার্ট ফোন ব্যবহার করে পরীক্ষা দেয়ার সময় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিব্বির আহমেদ হাতেনাতে মোবাইল ফোন পাওয়ায় শিক্ষার্থী বহিষ্কার করার কথা স্বীকার করেন। তিনি জানান, এসএসসি পরীক্ষা হলে মোবাইল ফোন ব্যবহারের অপরাধে একজন, নকল রাখার অপরাধে  দুইজন ও একজন প্রশ্ন কেন্দ্র থেকে বাইরে সরবরাহের কারণে একজন শিক্ষার্থীসহ ৪ জনকে তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হয়েছে। আর একজন শিক্ষককে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর