২৬ ফেব্রুয়ারি, ২০২৪ ১৮:০১

বাউবিতে পূর্ণকালীন রিসার্চ প্রফেসরশিপ এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি প্রোগ্রাম

গাজীপুর প্রতিনিধি

বাউবিতে পূর্ণকালীন রিসার্চ প্রফেসরশিপ এবং অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি প্রোগ্রাম

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিশন সবার জন্য উন্মুক্ত কর্মমুখী, গণমুখী ও জীবনব্যাপী শিক্ষাকে সামনে রেখে নতুন প্রযুক্তির উদ্ভাবন, প্রায়োগিক ও মৌলিক গবেষণা করার লক্ষে বাউবির উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আখতার কর্তৃক প্রস্তাবিত পূর্ণকালীন রিসার্চ প্রফেসর, পূর্ণকালীন সহযোগী রিসার্চ প্রফেসর ও অ্যাডজাঙ্কট ফ্যাকাল্টি নিয়োগের প্রস্তাব ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাউবির বোর্ড অব গভর্নরস্ এর ১৯৩তম সভায় সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। এ ধরনের ইনোভেটিভ, যুগোপযোগী ও যুগান্তকারী প্রস্তাব দেয়ার জন্য উপাচার্যকে এ সভায় ধন্যবাদ জ্ঞাপন করা হয়। তাছাড়া, এ প্রস্তাব বাস্তবায়িত হলে মৌলিক গবেষণার ক্ষেত্র ও পরিবেশ তৈরি এবং শিক্ষার মানোন্নয়ন হবে যা বাউবিতে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত স্থাপন হবে বলে সভায় সকলে একমত পোষণ করেন। বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ ফ ম মেজবাহ উদ্দিন সোমবার এ তথ্য জানান।

তিনি আরো জানান, এই প্রোগ্রামের আওতায় দেশ-বিদেশের গবেষকগণ দেশি ও বিদেশি সংস্থা হতে গবেষণা তহবিল সংগ্রহ করে বাউবিতে গবেষণা করতে পারবেন এবং তাদেরকে বাউবির পক্ষ থেকে যাবতীয় সহযোগিতা দেয়া হবে। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর