৫ মার্চ, ২০২৪ ১৯:৩২

সখীপুরে জুয়া খেলার আসর থেকে গ্রেফতার ৪

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

সখীপুরে জুয়া খেলার আসর থেকে গ্রেফতার ৪

টাঙ্গাইলের সখীপুরে জুয়া খেলার আসর থেকে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে সখীপুর থানায় তাদের নামে জুয়া আইনে মামলা দিয়ে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়। সোমবার রাতে উপজেলার কাকড়াজান ইউনিয়নের ইন্দারজানি গ্রামের একটি কলা বাগান থেকে তাদের আটক করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বড়চওনা বিন্নরীপাড়ার রমজান মিয়া (৪০), ইন্দারজানি শিরিরচালা এলাকার আব্দুল হালিম (৩৮) ওই এলাকার মঞ্জুরুল মোর্শেদ (৪২) এবং পার্শ্ববর্তী ঘাটাইল উপজেলার আনিস মিয়া (৩২)। 

পুলিশ জানায়, সোমবার বিকালে কাকড়াজান ইউনিয়ন পরিষদের কাছে একটি কলা বাগানের ভেতর জুয়া খেলা চলছিল। সংবাদ পেয়ে রাতের বেলায় টহল পুলিশের একটি দল জুয়ার আসর থেকেই তাদের আটক করে। এ সময় নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জামাদিও উদ্ধার করা হয়।

সখীপুর থানার ওসি শেখ শাহিনুর রহমান বলেন, জুয়াড়িদের নামে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। জুয়া বন্ধ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর