খুলনার বটিয়াঘাটা গাওঘড়া গ্রামে ঘের ব্যবসায়ী আমিনুল শেখ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব। গ্রেফতারকৃতরা হচ্ছে- শাহিন মোড়ল (২৭) ও নাঈম ওরফে নয়ন (২৬)।
বুধবার র্যাব-৬’র স্পেশাল কোম্পানির আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক সেবনে বাধা দেওয়ায় পূর্ব শত্রুতায় আমিনুল শেখকে হত্যার কথা স্বীকার করে আসামিরা।
পুলিশ জানায়, ১৫ মার্চ রাতের খাবার খেয়ে আমিনুল ইসলাম তার মৎস্য ঘের পাহাড়া দেয়ার জন্য বাড়ি থেকে বের হয়। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় বটিয়াঘাটা থানায় নিখোঁজ ডায়েরি হয়। পরে ১৯ মার্চ বটিয়াঘাটার গাওঘড়া গ্রামের একটি বাগানের ঝোপঝাড়ের ভিতর থেকে লাশ উদ্ধার হয়। হত্যাকান্ডের ঘটনায় বটিয়াঘাটা থানায় মামলার পর আসামীদের গ্রেফতার করা হয়।
বিডি প্রতিদিন/এএম