ময়মনসিংহে বালু উত্তোলনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় জয়নব বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বেলা সাড়ে ১১টায় ময়মনসিংহ সদরের বোররচর ইউনিয়নের মৃধাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত জয়নব মৃধাপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের স্ত্রী। এ ঘটনায় নিহতের ছেলেসহ তিনজন আহত হয়েছেন।
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাঈন উদ্দিন জানান, বোররচরের মৃধাপাড়া এলাকায় সরকারিভাবে খননকৃত ব্রহ্মপুত্র নদের উত্তোলনকৃত বালু বিক্রি করাকে কেন্দ্র করে স্থানীয় জালাল ও রব্বানী গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এসময় প্রতিপক্ষের দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই জালাল গ্রুপের জয়নব বেগমের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি আরও জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।
বিডি প্রতিদিন/হিমেল