চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ধাক্কায় নোনা দাশ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রাম-দোহাজারি রেল রুটে পৌরসভার বুড়ির পুকুর পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে পুলিশ চট্টগ্রামের পুলিশ সুপার হাছান চৌধুরী জানান, চমেক হাসপাতালে নেয়ার পর সকাল সাড়ে ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। রেল পুলিশের একটি টিম দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।
স্থানীয়রা জানান, সকাল সোয়া ৭টার দিকে কক্সবাজারগামী ‘কক্সবাজার এক্সপ্রেস’ ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন ওই ব্যক্তি। স্থানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিডি প্রতিদিন/নাজমুল