নারায়ণগঞ্জ সদর থানাধীন গোগনগর এলাকায় সড়কে ছিনতাইকালে ৪ ছিনতাইকারীকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার গোগনগর এলাকায় এ ঘটনার পর পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে ভর্তি করে। তাৎক্ষণিকভাবে তাদের নাম পাওয়া যায়নি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি শাহাদাৎ হোসেন জানান, তারা সড়কে ছিনতাই করত। ছিনতাইকালে তাদের স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে যায়।
বিডি প্রতিদিন/নাজমুল