গাজীপুরের কালিয়াকৈরের পুর্বচান্দরা পাশা গেইট এলাকায় স্ত্রীর অধিকার চাওয়ায় স্বামীর বাড়িতে গৃহবধূকে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে শাশুড়িসহ দেবর ভাশুরের বিরুদ্ধে। এঘটনায় শুক্রবার সকালে নির্যাতিত ওই গৃহবধূ বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
নির্যাতিত গৃহবধূ শামীমা আক্তার পুর্বচান্দরা পাশা গেইট এলাকার সোহেল সরকারের স্ত্রী । সে উপজেলার আন্দারমানিক এলাকার মৃত আজিম উদ্দিন বেপারীর মেয়ে।
অভিযোগ থেকে জানা যায়, কালিয়াকৈরের আন্দার মানিক এলাকার আজিম উদ্দিন বেপারীর মেয়ে শামীমা আক্তারের সাথে গত বছরের ফেব্রুয়ারি মাসে পার্শ্ববর্তী পুর্বচান্দরা পাশা গেইট এলাকার সুমন সরকারের ছেলে সোহেল সরকারের প্রেমের সম্পর্কের জেরে বিয়ে হয়। কিন্ত বিয়ের পর শামীমাকে স্ত্রী হিসেবে মেনে নিতে চাননি সোহেল সরকারের বাড়ির লোকজন। গত বৃহস্পতিবার শামীমা স্ত্রীর অধিকার পেতে স্বামী সোহেল সরকারের বাড়িতে গিয়ে উঠে। এসময় ভাসুর, দেবর শাশুড়ি মিলে স্ত্রী শামীমা আক্তারকে বাড়ির একটি কক্ষে আটকিয়ে এলোপাথরীভাবে মারধর করে। খবর পেয়ে মৌচাক ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় শামীমাকে উদ্ধার করে। এঘটনায় নির্যাতিত গৃহবধূ শামীমা আক্তার বাদী হয়ে শাশুড়ি, ভাসুর এবং দেবরকে আসামি করে শুক্রবার সকালে কালিয়াকৈর থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
কালিয়াকৈর থানাধীন মৌচাক পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) আসাদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে শামীমা আক্তারকে উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল