রাজবাড়ীতে তিনটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার সকালে উপজেলার নতুন বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রিয়ের উদ্দেশ্যে সংরক্ষণ ও প্রদর্শন করার অপরাধে এনামুল স্টোরকে ২ হাজার টাকা ও ভাই ভাই স্টোরে ২ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় সদরের ভাজনচালা এলাকায় ফুড প্যালেস নামে অন্য আরেকটি প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন ও সংরক্ষণ করার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে তিনটি প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। তারা অপরাধ স্বীকার করে জরিমানার অর্থ পরিশোধ করেছেন।
বিডি প্রতিদিন/এএম