রংপুরের কাউনিয়া উপজেলায় ব্যবহারিক পরীক্ষার বেশি নম্বরের বিনিময়ে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোজাম্মেল হকের বিরুদ্ধে। এনিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। এ ঘটনায় ওই প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। আগামী ৩ কার্য দিবসের মধ্যে জবাব চেয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
গত ২১ মার্চ বৃহস্পতিবার উপজেলা পরিষদের পাশেই অবস্থিত কাউনিয়া দ্বি-মূখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকে ধারণ করা ভিডিওতে দেখা যায় প্রধান শিক্ষক ছাত্রীদের কাছ থেকে টাকা গ্রহণ করে তার সামনে রাখা একটি খাতার ভেতরে রাখছেন এবং সেখানে তাদের রোল নম্বার লিখে রাখছেন। ছাত্রীরা ওই শিক্ষককে টাকা দেওয়ার সময় ব্যবহারিক পরীক্ষায় ২৫ নম্বর দেওয়ার দাবি করেন এবং ছাত্রীদের নম্বর দেওয়ার আশ্বাস দেন তিনি। টাকা দেয়ার এই ভিডিওটি ভাইরাল হয়।
এ ব্যাপারে প্রধান শিক্ষক তোজাম্মেল হক বলেন, নম্বর দেওয়ার কথা বলে আমি কোন টাকা নেইনি। কেউ পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর জন্য ভিডিও করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে।
কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিদুল হক বলেন, ওই শিক্ষককে শোকজ করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। এছাড়া ওই শিক্ষক ৩ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে না পারলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/নাজমুল