মাগুরায় ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় মাধ্যমিক স্কুল পর্যায়ে টেবিল টেনিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। আজ রবিবার সকাল ১১টায় শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে জেলা ক্রিড়া সংস্থা এ অনুষ্ঠানের আয়োজন করে ।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন। এ সময় জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক এ এস এম মাজেদু-উর-রহমান, জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস, ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি, ফুটবল কোচ ইফনুস আলী ও জেলা টেবিল টেনিস কোচ আসিফ নেওয়াজ সাজিদ উপস্থিত ছিলেন। টেবিল টেনিস প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪০ জন শিক্ষার্থী ৩টি গ্রুপে অংশ নেয়। জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস বলেন, জেলার ক্রীড়াকে এগিয়ে নিতে জেলা ক্রীড়া অফিস মাগুরা কাজ করছে। ১০ দিনব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষণ শেষে আজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। এ প্রতিযোগিতায় ৪০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানার আপকে পুরস্কার প্রদান করা হয় ।
বিডি প্রতিদিন/এএ