দিনাজপুরের পার্বতীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় হৃদয় রায় নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। শনিবার দিবাগত রাতে দিনাজপুরের পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ ঘটনা ঘটে।
নিহত পুলিশ সদস্য হৃদয় রায় (২৭) নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলার হরিবাসর পাড়া গ্রামের কালীরঞ্জন রায়ের ছেলে। হৃদয় রায় দিনাজপুর পুলিশ লাইনে কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
স্থানীয়রা ও পুলিশ জানায়, হৃদয় রায় মোটরসাইকেলযোগে পার্বতীপুরের হাবড়া ইউনিয়নে শেরপুর মাহেন্দ্র পাড়া গ্রামে মামার বাড়িতে মায়ের সাথে দেখা করে ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। চান্দাপাড়া এলাকায় একটি অজ্ঞাত গাড়ি তাকে মাড়িয়ে দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হয়ে পড়ে থাকেন। ঘটনাস্থলে অজ্ঞাতনামা পথচারী ক্ষতবিক্ষত মৃতদেহটি দেখে জরুরি সেবা ৯৯৯-নাম্বারে ফোন দিলে, পার্বতীপুর মডেল থানা-পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় রাস্তার উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে, প্রায় ঘণ্টা খানেক পর ওই পথে যান চলাচল স্বাভাবিক হয়।
পার্বতীপুর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্ত রঞ্জন রায় বলেন, অজ্ঞাত গাড়ি চাপায় হৃদয় রায় নামে ওই পুলিশ সদস্য নিহত হন। মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/হিমেল