পটুয়াখালীর কলাপাড়ায় সনাতন ধর্মাবলম্বীদের পাড়াগুলোতে উদযাপিত হয়েছে হলি উৎসব। সোমবার সকাল থেকে শুরু হয় এ উৎসব। চলে দুপুর পর্যন্ত।
এসময় উলুধ্বনী এবং ধর্মীয় গানে মুখরিত হয়ে ওঠে। পরে রং ও আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে তোলেন। রং খেলায় মেতে ওঠে শিশুসহ কিশোর-কিশোরীরা।
কলাপাড়ার শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের পুরোহিত পরিমল চন্দ্র দাস জানান, প্রতি বছরই আমরা এই মন্দিরে হোলি উৎসব পালন করি। তবে এ বছর বড় কোনো আয়োজন না থাকলেও স্বল্প পরিসরে সুন্দরভাবে হোলি উৎসব হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই