মুড়িতে ভেজাল দেওয়ায় রংপুরের পীরগাছা উপজেলায় বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে রংপুর বিএসটিআই বিভাগীয় কার্যালয় এবং পীরগাছা উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে পীরগাছা বাজারে মেসার্স ভাই ভাই অটো চিড়া ও মুড়ির মিল এবং বিধাতার দান অটো চিড়া ও মুড়ির মিল প্রতিষ্ঠান দু’টিকে বিএসটিআই সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মুড়ি পণ্য উৎপাদন, বিক্রি-বিতরণ করায় এবং মুড়ির মোড়কে পণ্যের নাম, উৎপাদন তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ, বিক্রয় মূল্যসহ প্রয়োজনীয় অন্যান্য তথ্য না থাকায় এবং ওজন ও পরিমাপ ঠিক না থাকায় প্রত্যেক প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও এক মাসের মধ্যে বিএসটিআইয়ের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয়। এছাড়া রায়হান ট্রেডার্স নামক প্রতিষ্ঠানকে সরিষার তেলের সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশ প্রদান করা হয় এবং রেজাউল স্টোর নামক মুদি দোকানে ট্রেড লাইসেন্স না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করেন পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হক সুমন। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন রংপুর বিএসটিআইয়ে পরিদর্শক (মেট্রোলজি) প্রান্তজিত সরকার ও ফিল্ড অফিসার (সিএম) খন্দকার মো. জামিনুর রহমান।
বিডি-প্রতিদিন/বাজিত