সিরাজগঞ্জে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের উদ্যোগে এতিম ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সন্ধ্যায় শহরের মালসাপাড়ার কাটাওয়াপদা এলাকার হাজী ওমর আলী মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে শহীদ ক্যাপ্টেন এম. মনসুর আলী ফাউন্ডেশনের চেয়ারম্যান শেহেরিন সেলিমসহ ফাউন্ডেশনের কর্মকর্তা, মাদ্রাসার দুই শতাধিক এতিম ছাত্র, শিক্ষক ও সুধীজনরা অংশগ্রহণ করেন। ইফতার পূর্ব দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
বিডি প্রতিদিন/এমআই