গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যে দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের আনুষ্ঠানিকতার সূচনা করা হয়।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুস্পস্তবক অর্পণ করে প্রথমে জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম ও পরে পুলিশ সুপার আল বেলী আফিফা, জেলা আওয়ামী লীগ সভাপতি মাহাবুব আলী খান, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. আতিয়ার রহমান, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সিদ্দিক সিকদার শ্রদ্ধা জানান।
এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এবং সহযোগী অঙ্গ-সংগঠন, এলজিইডি, গণপূর্ত বিভাগসহ বিভিন্ন স্কুল, কলেজ, সামাজিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করেন।
পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্য এবং শহীদদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া দিনব্যাপী নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দিনটি পালন করা হচ্ছে।
বিডি প্রতিদিন/হিমেল