গাজীপুরের কালিয়াকৈরে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে গোলাম নবী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মহান স্বাধীনতা দিবস পালিত হয়। মহান স্বাধীনতা দিবসে কালিয়াকৈর কেন্দ্রীয় শহীদ মিনার পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, কালিয়াকৈর অফিসার্স ক্লাব, মুক্তিযুদ্ধ সংসদ, কালিয়াকৈর থানা, কালিয়াকৈর উপজেলা আওয়ামী, কালিয়াকৈর পৌর আওয়ামী, কালিয়াকৈর প্রেস ক্লাব, বিভিন্ন সংগঠক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।
এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাউছার আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সেলিম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম নাসিম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুরাদ কবির, কালিয়াকৈর পৌর আওয়ামী লীগের সভাপতি সরকার মোশারফ হোসেন জয় ও সাধারণ সম্পাদক সিকদার জহিরুল ইসলাম জয়, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাবুদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশীদ, ডেপুটি কমান্ডার আবু নাসির, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুল হকসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
বিডি প্রতিদিন/এএ