কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপে আয়ুব খান (২২) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা চেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার ভোররাতে সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগরপাড়া সংলগ্ন বটগাছ তলার পাশে এ ঘটনা ঘটে। গুরুতর আহত আয়ুব খান শাহপরীর দ্বীপ ডেইল পাড়ার বাসিন্দা জহির আহমদের ছেলে।
অভিযুক্তরা হলেন- টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়ার ইমান শরীফ ওরফে এক টিক্কার ছেলে রহমত উল্লাহ, সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকার মৃত মোহাম্মদ হাসনের ছেলে মিজানুর রহমান ওরফে দরিয়ার মিজান, একই ইউনিয়নের পুরান পাড়ার শফিউল্লাহর ছেলে ইব্রাহীম মাহমুদ, শাহপরীর দ্বীপ ডাংগর পাড়ার এনায়েত উল্লাহ, একই এলাকার জাহেদ উল্লাহ, টেকনাফ পৌরসভার নাইট্যংপাড়ার মোঃ ইসলামের ছেলে আরাফাত সানী, ডেইলপাড়া এলাকার মৃত ওসমান গনির ছেলে সাইফুল ইসলাম।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক মো. ইরফান বলেন, বৃহস্পতিবার ভোর রাতে কয়েকজন লোক মিলে ছুরিকাঘাতে আহত এক যুবককে হাসপাতালে আনা হয়। তার পিঠে, হাতের বাহু ও কোমড়ে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ ওসমান গনি বলেন, সে যে হোক না কেন তাকে আইনের আওতায় আনা হবে। অভিযোগ পেয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বিডি প্রতিদিন/এএম