নোয়াখালী উপকূলীয় হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজছরাসহ বিভিন্ন ইউনিয়নে অবাধে তিন ফসলি কৃষি জমির মাটি কেটে নিয়ে যাচ্ছে ইটভাটায়। হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের নেতৃত্বে অভিযানের খবরে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা।
শনিবার সকালে হাতিয়ার সোনাদিয়া ইউনিয়নের মাইজছরা গ্রামে ২টি ভেকু মেশিনে মাধ্যমে অবাধে মাটি কাটছে ইট ভাটার শ্রমিকেরা। খবর পেয়ে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ারের নেতৃত্বে একটি টিম ঘটনার স্থানে গেলে পালিয়ে যায় অসাধু ব্যবসায়ীরা। পরে দুই টি ভেকু মেশিন জব্দকরে স্থানিয় চেয়ারম্যান মেহেদি হাসানের নিকট জিম্মা রাখা হয়।
এছাড়া সূবর্ণচরের আমান উল্যাহ ইউনিয়ন, কবিরহাট উপজেলা বিভিন্ন ইউনিয়ন সহ বিভিন্ন ইউনিয়নে অবাধে মাটি কেটে ফসলি জমি নষ্ট করছে অন্য দিকে পরিবেশ নষ্ট করছে এবং ইট ভাটায় নেওয়া হচ্ছে মাটি।
হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) গোলাম সরওয়ার সত্যতা স্বিকার করে বলেন, ইট ভাটায় নেওয়ার জন্য মাটি কাটছে তারা। অভিযানে খবর পেয়ে পালিয়ে গেছে তারা, অভিযান অবাহত থাকবে।
বিডি প্রতিদিন/এএম