২৪ এপ্রিল, ২০২৪ ১৯:২১

বাগেরহাটের দুই উপজেলায় বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের দুই উপজেলায় বৃষ্টির  জন্য ইসতিসকার নামাজ

বাগেরহাটে তীব্র দাবদাহ থেকে বাঁচতে মোরেলগঞ্জ ও মোংলা উপজেলা খোলা আকাশের নিচে মাঠে ইসতিসকার নামাজ (সালাতুল ইসতিসকার) আদায় করেছেন স্থানীয়রা।

কাঠফাটা রোদে বিপর্যস্ত জনজীবনে স্বস্তি নেই। একের পর এক জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। এমন পরিস্থিতি থেকে মুক্তি পেতে জেলার দুই উপজেলায় বৃষ্টির জন্য বিশেষ নামাজ (সালাতুল ইসতিসকা) আদায় করেন মুসল্লিরা। নামাজ শেষে বৃষ্টি চেয়ে বিশেষ মোনাজাত করা হয়।

বুধবার সকাল ৬টায় মোরেলগঞ্জের আজিজিয়া স্কুল মাঠে খোলা আকাশের নিচে দ্বিতীয় দিনেও ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লিরা। একইদিন সকাল ১০টায় মোংলা পৌরসভার ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় ইসতিসকার নামাজ।

মোরেলগঞ্জ ও মোংলায় শতশত মানুষ এই বিশেষ নামাজে অংশ নেন। মোরেলগঞ্জে ইসতিসকার নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন পৌরসভা বাজার মসজিদের খতিব ও ইমাম মাওলানা মোহাম্মদ আলী। মোংলায় নামাজে ইমামতি ও মোনাজাত পরিচালনা করেন মোংলা উপজেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা মুফতি রেজাউল করিম।

বিডিপ্রতিদিন/কবিরুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর