২৪ মে, ২০২৪ ১৫:১৬

বগুড়ায় কমেছে সবজির দাম

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় কমেছে সবজির দাম

বগুড়ায় সপ্তাহের ব্যবধানে সবজির দাম কেজি প্রতি কমেছে ১৫ থেকে ২০ টাকা। তবে সব ধরণের সবজির দাম কমলেও ঝাঁজ কমেনি কাঁচা মরিচের। কয়েক দিনের ব্যবধানে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকায়। 

শুক্রবার বগুড়ার রাজাবাজার, ফতেহ আলী বাজার, কলোনী ও খান্দার বাজার ঘুরে দেখা যায়, সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম ১৫ থেকে ২০ টাকা কেজি প্রতি কমেছে। কিন্তু বেড়েছে কাঁচা মরিচের দাম। এর আগে টানা কয়েক দিনের দাবদাহ ও অনাবৃষ্টিতে সবজির আবাদ নষ্ট হওয়ায় বাজারে সরবরাহ কম ছিল। এরপর স্বস্তির বৃষ্টিতে প্রাণ ফিরেছে সবজির আবাদে। এখন বাজারে সব ধরণের সবজি আগের চেয়ে সরবরাহ বেড়েছে। এ কারণে দামও কিছুটা কমেছে। 
ব্যবসায়ীরা বলছেন, বৃষ্টি হওয়াতে সবজির আদমানি বেড়েছে। ক্রেতারা আগের চেয়ে এখন বেশি বেশি সবজি কিনছেন। তবে কাঁচা মরিচের দাম একটু বেড়েছে। পাইকারী বাজারে সরবরাহ বাড়লে সবজির দাম আরও কমে আসবে।
এদিকে ক্রেতারা বলছেন, সপ্তাহের ব্যবধানে সব ধরণের সবজির দাম একটু কমেছে। সবজির দাম কমলেও পেঁয়াজ, আলু ও কাঁচা মরিচের দাম বেশি। 
বগুড়ার বিভিন্ন বাজারে সপ্তাহের ব্যবধানে ৭০ টাকার বেগুন বিক্রি হচ্ছে ৫০টাকা কেজি। ৪০টাকার পোটল বিক্রি হচ্ছে ৩০টাকা কেজি। করলা বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪০টাকা, ঢেঁরস ৩০ টাকা কেজি, গাজর ৫০টাকা কেজি, লাউ ৪০ টাকা কেজি, টমেটো ৫০টাকা কেজি, বরবটি ৪০টাকা কেজি, আলু ৬০ টাকা থেকে বেড়ে ৬৫টাকা কেজি, শসা ৪০টাকা কেজি, তরি ৩৫ টাকা কেজি, পাতাকপি প্রতি পিচ ৫০টাকা, ফুলকপি ১২০ টাকা থেকে কমে ৮০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দাম বেড়ে ৭০টাকা কেজিতে বিক্রি হচ্ছে। ৮০টাকার কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০টাকায়। 
ফতেহ আলী বাজারের ভাই ভাই সবজি ভান্ডারের স্বত্ত¡াধিকারী আলহাজ¦ মোঃ রহিম উদ্দিন জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে ফসলী জমিতে সবজি উৎপান আগের চেয়ে বেড়েছে। বাজারে সরবরাহ বাড়ার কারণে দাম কমেছে। আবহাওয়া ভালো থাকলে সবজির দাম আরও কমে আসার সম্ভবনা রয়েছে। 
বাজারে সবজি কিনতে আসা নুরুল ইসলাম জানান, গত সপ্তাহের তুলনায় সবজির দাম অনেকাই কমেছে। তবে মাছ, মাংস, মুরগি ও ডিমের দাম বেশি। সেই সাথে বেড়েছে কাঁচা মরিচের দামও। কিছু অসাধু ব্যবসায়ী ডিম মজুত করে বাজের কত্রিম সংকট তৈরি করছে। যার ফলে আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর