২৪ মে, ২০২৪ ২১:৩০

সুনামগঞ্জে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে হিটস্ট্রোকে বৃদ্ধের মৃত্যু

প্রতীকী ছবি

সুনামগঞ্জের দোয়ারাবাজারে চেলানদীর চরে আজগর আলী (৬০) নামে এক ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন। শুক্রবার বেলা সাড়ে ৩ টায় তার মৃত্যু হয়।

আজগর সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ডালারপার গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, আজগর আলী দীর্ঘদিন ধরে দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের চেলানদীর বালুচরে দোকান বসিয়ে চা বিক্রি করতেন। 
শুক্রবার বেলা সাড়ে ৩ টার দিকে চা বিক্রি করা অবস্থায় প্রচণ্ড গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এসময় পাশে থাকা লোকজনকে তার শরীরে পানি ঢালতে বলেন এবং পানি খেতে চান। এক পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. আবু সালেহীন খান হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে এক বৃদ্ধের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর