২৫ মে, ২০২৪ ২২:১৭

চরফ্যাশনে সড়কে ঝরল ২ প্রাণ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

চরফ্যাশনে সড়কে ঝরল ২ প্রাণ

প্রতীকী ছবি

ভোলার চরফ্যাশন বিআরডিবির সামনে শনিবার রাতে আঞ্চলিক ভোলার মহা সড়কে বাইক দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ গেলো দুই বন্ধুর। তারা হলো- জিন্নাগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের কুতুব গন্জ এলাকার আলী আকবর হাওলাদার বাড়ির মো. নুর হোসেন মাঝির পালক ছেলে তাহমিদ (১৮)ও তার বন্ধু চরফ্যাশন পৌরসভার ৯নং ওয়ার্ডের আব্দুল মতিনের ছেলে ইমন (১৭)।

জানা যায়, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টায় চরফ্যাশন- ভোলা আঞ্চলিক মহাসড়কে (বিআরডিবি) এলাকায় বাঁশবাহী একটি নসিমনের সাথে  বাইকের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে তানজিদ ও তার বন্ধু ইমন ঘটনাস্থলে মারা যায়।

স্থানীয়রা তাদের দু'জনকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।

চরফ্যাশন থানার ওসি জানান, দুর্ঘটনাস্থল থেকে বিধ্বস্ত বাইক উদ্ধার করা হয়েছে। তাহমিদ ও ইমনের পরিবার কারও বিরুদ্ধে  থানায় কোন অভিযোহ দায়ের করেনি। মুচলেকা দিয়ে লাশ দাফনের জন্য স্বজনদের কাছে তাদের মরদেহ বুঝিয়ে দেয়া হয়েছে।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর