২৬ মে, ২০২৪ ১৫:০৯

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

দিনাজপুর প্রতিনিধি

পার্বতীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রতীকী ছবি

পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক সড়কের পার্বতীপুরে পাথর ও মরিচ বোঝাই দুটি ট্রাকের সংঘর্ষে এক ট্রাকের হেলপার নূর আমিন মিয়া (৩০) নিহত হয়েছেন এবং আহত হয়েছে ট্রাক চালক পলাতক। 
শনিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে পার্বতীপুর শহরের কাছে পার্বতীপুর-ফুলবাড়ী আঞ্চলিক মহাসড়কের পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ৫০ মিটার দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।  
নিহত হেলপার নূর আমিন মিয়া বগুড়া জেলার সদর থানার এরুলিয়া গ্রামের গোফফার প্রামানিকের ছেলে।

পার্বতীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মৃগেন্দ্রনাথ সরকার জানান, শনিবার পল্লী বিদ্যুৎ জোনাল ফফিস মোড়ে নীলফামারির ডোমার থেকে একটি ট্রাক অপর ট্রাককে পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার নূর আমিন ঘটনাস্থলেই নিহত হয় এবং ও ট্রাক চালক আহত অবস্থায় পালিয়ে যায়। খবর পেয়ে পার্বতীপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে নিহত হেলপারের লাশ উদ্ধার করে রবিবার সকালে পরিবারের কাছে হস্তান্তর করে।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর