চাঁদপুরে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে আগামীকাল অনুষ্ঠিত হবে ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ইভিএম ভোটিং মেশিনের মাধ্যমে। ইতিমধ্যে নির্বাচন আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন নির্বাচন কমিশন।
নির্বাচনে ভোটগ্রহণের জন্য আজ কেন্দ্রে পাঠানো হচ্ছে ইভিএম মেশিনসহ প্রয়োজনীয় সরঞ্জাম। নির্বাচনে দুটি উপজেলায় চেয়ারম্যান পদে ৮জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৬ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ফরিদগঞ্জ উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৭১ হাজার ৬৬৯ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১৮টি।
কচুয়া উপজেলায় মোট ভোটার ৩ লাখ ৩০ হাজার ৫২৫ জন। উপজেলায় মোট ভোট কেন্দ্র ১১০ টি।
বিডি প্রতিদিন/আরাফাত