আগামীকাল বুধবার উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে টাঙ্গাইলের মির্জাপুর, বাসাইল, সখীপুর এবং কালিহাতী উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ লক্ষে মঙ্গলবার সকালে সংশ্লিষ্ট উপজেলা পরিষদ থেকে ব্যালট বাক্স, ভোটার তালিকা, সীলসহ নির্বাচনী অন্যান্য সরঞ্জাম হস্তান্তর করা হয়েছে।
প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তাসহ ভোট গ্রহণের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সংশিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে রির্টানিং কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তার কাছ থেকে নির্বাচনী সরঞ্জাম বুঝে নিচ্ছেন। পরে এসব সরঞ্জাম আইনশৃংখলা বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ব্যবস্থাপনার মধ্যদিয়ে ভোট কেন্দ্রগুলোতে নিয়ে যাচ্ছেন। নির্বাচনের ব্যালট পেপার আগামীকাল বুধবার ভোরে ভোট কেন্দ্রগুলোতে পাঠানো হবে বলে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী ২০ জন, ভাইস চেয়ারম্যান প্রার্থী ১৩ এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ১১ জন। ইতিমধ্যে গোপালপুর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
বিডি প্রতিদিন/হিমেল