চতুর্থ ধাপে খুলনার রূপসা, বটিয়াঘাটা ও দাকোপ উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল ৫ জুন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনি আনুষঙ্গিক সরঞ্জাম।
মঙ্গলবার (৪ জুন) সকাল থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে প্রিসাইডিং অফিসারদের নেতৃত্বে কেন্দ্রে নির্বাচনি সরঞ্জাম পাঠানো হয়।
রূপসা উপজেলা সহকারি রিটার্নিং কর্মকর্তা মো. মুরাদ হোসেন জানান, প্রতিটি কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে ১০ জন করে পুলিশ সদস্য থাকবে। পাশাপাশি আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এছাড়া র্যাব, বিজিবি সদস্যরা টহলে থাকবে। উৎসবমুখর ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সম্পন্ন হয়েছে সব প্রস্তুতি।
বিডি প্রতিদিন/হিমেল