আপগ্রেডেশন ও এ সংক্রান্ত জটিলতা নিরসনের দাবিতে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন। আজ মঙ্গলবার উপাচার্য ও সহ-উপাচার্যের কার্যালয়ে তালা বন্ধ রয়েছে। দুপুর সোয়া ১২টা থেকে ১২টা ৪০ মিনিট পর্যন্ত তারা এ অবস্থান কর্মসূচি পালন করেন। বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা কার্যক্রম যথারীতি চালু ছিল। এর আগে রবিবার শিক্ষক সমিতি সদস্যরা উপাচার্য, সহ-উপাচার্যের কার্যালয়ে তালা দিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ অবস্থা নিরসনে ৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত উপাচার্যের কার্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরাদের নিয়ে বৈঠক করে। ওই বৈঠকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চলমান সমস্যা নিয়ে কাজ করবে বলে আশ্বাস দেয় বলে জানান শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া।
মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা যায়, প্রশাসনিক ভবনের দোতলায় ৭-৮ জন শিক্ষক দাঁড়িয়ে আছেন। উপাচার্যের এ কিউ এম মাহবুবের দপ্তরের দরজায় তালা ঝুলছে। সহ-উপাচার্য সৈয়দ সামসুল আলমের কক্ষেও তালা।
কিছু সময় পর বেলা পৌনে ১টায় শিক্ষক সমিতির ৭/৮ জন সদস্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের ( নিবন্ধক) কার্যালয়ে কক্ষে প্রবেশ করেন। ১৫ মিনিট পর ওই কক্ষ থেকে বের হয়।
এ সময় কথা হয় শিক্ষক সমিতির সদস্যদের সাথে তারা বলেন, গতকাল দীর্ঘ সময় উপাচার্যের সাথে বৈঠক হয়। বৈঠক শেষ আমাদের আশ্বাস দিয়েছিলো আজ ১১টার মধ্যে আমাদের বিষয় নিয়ে কাজ করবেন। তাই সাকল ৯টায় আমরা আন্দোলনে বসিনি এখন রেজিস্ট্রারের সাথে কথা হলো এখনো বললো তারা কাজ করবেন। বেলা দুইটা পর্যন্ত অগ্রগতি না দেখলে আগমীকাল বুধবার অবস্থান কর্মসূচি পালন করা হবে। আগামীকাল পর্যন্ত তালা বন্ধ থাকবে।
এ বিষয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দলিলুর রহমানের সাথে তিনি বলেন, শিক্ষক সমিতির সদস্যরা আমার কার্যালয়ে আসছিলো কথা হয়েছে। আমরা তাদের বিষয়ে নিয়ে কাজ করছি।
তিনি আরো বলেন, চলমান যে সমস্যা নিয়ে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী যে দাবি করছেন সে বিষয়ে রিজেন্ট বোর্ড হচ্ছে আমাদের সর্বোচ্চ কর্তৃপক্ষ। আপগ্রেডেশনের জন্য যারা আবেদন করেছে আমাদের কাজ হচ্ছে রেজুলেশন করে রিজেন্ট বোর্ড সদস্যদের কাছে আবেদনগুলো পাঠানো।
শিক্ষক সমিতির সদস্য ওই অগ্রগতিটুকু জানতে চেয়েছে। আমরা ইতোমধ্যে রেজুলেশনে অন্তর্ভুক্তি করেছি। উপাচার্য স্যার ঢাকা থেকে ফিরলে এগুলো পাঠানো হবে।
বিডি প্রতিদিন/এএ