গাজীপুরের কালিয়াকৈরে দাদসী সাহা নামের এক বৃদ্ধা রাস্তা পারাপাড় করতে গিয়ে পিকআপ ভ্যানের চাপায় নিহত হয়েছেন। নিহত হলেন- উপজেলার শেওড়াতলী এলাকার সন্তোসের স্ত্রী দাদসী সাহা(৭০)।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, কালিয়াকৈর -ধামরাই আঞ্চলিক সড়কে মঙ্গলবার সকালে উপজেলার শেওড়াতলী এলাকায় রাস্তা পারাপাড়ের সময় পিকআপ ভ্যানের চাপায় দাদসী সাহা নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার (এস আই) রাফসান মোল্লা জানান, ওই বৃদ্ধা রাস্তা পরাপাড়ের সময় পিকআপ ভ্যানের চাপায় ঘটনাস্থলেই নিহত হয়। পিকআপ ভ্যান ও চালককে আটক করা হয়েছে। নিহত দাদসীসাহার পরিবারের লোকজনের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়ায় মরদেহ হস্তান্তর করা হয়।
এ ব্যাপারে আইনগত বিষয় প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম