বগুড়ার সোনাতলায় দরিদ্র-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে সোনাতলা বড় বাজারে আব্দুল লতিফ মানবতা কেন্দ্র’র উদ্যোগে এসব উপকরণ বিতরণ করা হয়।
আব্দুল লতিফ মানবতা কেন্দ্রের সমন্বয়কারী ও প্রয়াস সম্পাদক ইকবাল কবির লেমনের সভাপতিত্বে শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সোনাতলা পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিপুন আনোয়ার কাজল, বেসরকারি উন্নয়ন সংস্থা টিজিএসএস চেয়ারম্যান ছাইফুল ইসলাম, দুর্জয় সাহিত্য গোষ্ঠীর সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম উজ্জ্বল, আলোর প্রদীপ চেয়ারম্যান এম এম মেহেরুল, সংস্কৃতিকর্মী হারুন অর রশীদ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফ্রি ভলান্টিয়ার্স অব বাংলাদেশ’র চেয়ারম্যান শিমন আহম্মেদ বাদল।
বিডি প্রতিদিন/এমআই