বগুড়ায় যুবলীগের দুই নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় ও শাজাহানপুর উপজেলার খরনা বাজারে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া শহর যুবলীগের ১৪ নম্বর ওয়ার্ড কমিটি সদস্য রানা পাইকার (৩৪) ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক নূর আলম (২৮)। মাদক ব্যবসা নিয়ে বিরোধের জেরে রানা পাইকারকে এবং এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নুর আলমকে হত্যা করা হয়।
বগুড়া জেলা যুবলীগের দপ্তর সম্পাদক জাকারিয়া আদিল জানান, নিহত দুইজনই যুবলীগের নেতা।
স্থানীয়রা জানান, গত সোমবার রাত ১০টার দিকে শাজাহানপুর উপজেলার খরনা বাজারে নুর আলমকে কুপিয়ে হত্যা করে দর্বৃত্তরা। একই রাত ৮টার দিকে একদল দুবৃর্ত্ত বগুড়া শহরের মালগ্রাম দীঘিরপাড় এলাকায় যুবলীগ নেতা রানা পাইকারকে কুপিয়ে হত্যা করে। বগুড়া সদর থানার পুলিশ সদস্যদের নিরাপত্তার জন্য পুলিশ লাইন্সে সরিয়ে নেওয়ায় থানা পুলিশ হত্যাকান্ডের বিষয়ে কোন কিছু জানাতে পারেনি। অপরদিকে সোমবার রাতে নূর আলমকে হাসপাতালে রক্তাক্ত অবস্থায় নিয়ে আসে স্বজনেরা।
বগুড়া শজিমেক হাসপাতালের উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ জানান, নূর আলমের লাশ রাতেই তার স্বজনেরা নিয়ে গেছেন। আর রানা পাইকারের লাশ হাসপাতাল মর্গে ছিল।
বিডি প্রতিদিন/এএম