দেশে চলছে সংস্কার হিলি হবে পরিষ্কার-এই পতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হাকিমপুরে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাকে কেন্দ্র করে অপরিচ্ছন্নস্থানগুলো পরিষ্কার করেছেন বৈষম্যবিরাধী আন্দোলনের শিক্ষার্থীরা।
বুধবার সকাল ১১টায় বৈষম্যবিরাধী শিক্ষার্থীদের আয়োজনে বাংলাহিলি পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা জড়ো হয়। এরপর শিক্ষার্থীরা ৫টি দলে বিভক্ত হয়ে সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়া হিলি স্থলবন্দর এলাকার অপরিচ্ছন্ন এলাকাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। এ সময় শিক্ষার্থীরা হিলি স্থলবন্দরের বিভিন্ন স্থানে ডাস্টবিন বসিয়ে দেন। ময়লা আবর্জনাগুলো সেখানে ফেলানোসহ সবাইকে নিজের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহবান জানান শিক্ষার্থীরা।
বিডি প্রতিদিন/এএ