রংপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা। নগরীর ট্রাফিক নিয়ন্ত্রণের পাশাপাশি তারা রংপুর নগরীর বিভিন্ন নিত্যপণ্যের দোকানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করে ব্যবসায়ীদের সাথে কথা ভলছেন।
বৃহস্পতিবার ও শুক্রবার নগরীর সিটি বাজারের বিভিন্ন কাঁচাবাজারসহ অন্য বাজারগুলো মনিটরিং করেন তারা। সেখানে মুদির দোকান, মাছ বাজার, মাংসের বাজারে মূল্য তালিকা দেখা হয়। কিছু কিছু দোকানের তালিকা অনুযায়ী ঠিক দামে বিক্রি হচ্ছে কিনা তাও দেখেন শিক্ষার্থীরা। এ সময় তারা বাজারে সব বিক্রেতাকে অযথা দ্রব্যমূল্য বাড়িয়ে সাধারণ মানুষকে ভোগান্তিতে না ফেলারও অনুরোধ করেন জাতারা।
এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা ছাড়াও, বিএনসিসি ও স্কাউটের সদস্যরা নগরীর সড়কে যানজট নিরসনে কয়েকদিন থেকে কাজ করে যাচ্ছেন।
বিডি প্রতিদিন/এএম