নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যাচেষ্টার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।
শনিবার বিকেলে কর্ণগোপ এলাকায় তারা এই কর্মসূচি পালন করে। এসময় বিক্ষোভ মিছিলটি কর্ণগোপ সড়কসহ বেশ কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে।
কর্মসূচিতে বক্তব্য রাখেন মোহাম্মদ ফাইজুল ইসলাম, সুফিয়া বেগম, বিউটি আক্তার, বিএনপি নেতা রফিক মোল্লা প্রমুখ।গত ১৯ আগস্ট রাতে কর্ণগোপ এলাকায় শফিকুল ইসলাম শফিককে কুপিয়ে হত্যাচেষ্টা চালায় সন্ত্রাসীরা।
বক্তারা বলেন, যারা যুবদল নেতা শফিককে কুপিয়ে হত্যার চেষ্টা চালিয়েছে, তাদের আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
বিডি প্রতিদিন/এমআই