৯ সেপ্টেম্বর, ২০২৪ ১৮:১৮

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মিছিলে হামলাকারীদের গ্রেফতার দাবি

রাজবাড়ী প্রতিনিধি:

রাজবাড়ীতে শিক্ষার্থীদের মিছিলে হামলাকারীদের গ্রেফতার দাবি

রাজবাড়ীতে ছাত্র জনতা হত্যাকারী খুনি শেখ হাসিনার দোসরদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টার দিকে রাজবাড়ীর বৈষম্য বিরোধী ছাত্র-জনতা এ বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেন। 

সকাল ১০টায় শহরের পান্না চত্বরে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এসে জড় হতে থাকে। সেখান থেকে বিক্ষোভ মিছিলটি রাজবাড়ী প্রেসক্লাব হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসক আবু কায়সানের নিকট শেখ হাসিনা ও তার দোসর রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক জেলা জজ শামসুল হকসহ যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার দাবি করে স্মারকলিপি প্রদান করেন।

শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন, ১৮ জুলাই রাজবাড়ীর বড়পুল মোড়ে সাধারণ শিক্ষার্থীসহ বৈষম্য বিরোধী ছাত্র জনতা জড় হতে শুরু করে। বিকাল সাড়ে ৪টার দিকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। বিক্ষোভ মিছিলটি লাজফার্মার সামনে আসলে মিছিলের পেছন থেকে রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, সাবেক জেলা জজ শামসুল হকের নেতৃত্বে যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রও লাঠিসোটা নিয়ে হামলা করে। সন্ত্রাসীদের হামলায় ৭/৮ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। ৫ আগস্ট গোয়ালন্দ মোড়ে শিক্ষার্থীদের আন্দোলনে শামসুল হকের নেতৃত্বে হামলা করা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলেও পুলিশ কোন আসামী গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামীদের গ্রেফতার দাবি করেন শিক্ষার্থীরা।
জেলা প্রশাসক আবু কায়খার খান বলেন, আমরা শিক্ষার্থীদের দাবি শুনেছি। তাদের মামলা তদন্তাধীন আছে। তাদের দাবির বিষয়টি পুলিশ সুপারে কাছে প্রেরণ করবো।

বিক্ষোভ ও মানববন্ধনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী মো.রিয়াজুল ইসলাম, মেহরাব শিকদার, মো. রজিব মোল্লা, রিফাত রেদোয়ান, রকিবুল ইসলাম, আলতাব মাহমুদ সাগর, অভি ইসলামসহ শিক্ষা প্রতিষ্ঠানের ৫শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর