বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশমাতৃকার জন্য আত্মত্যাগকারী নাটোরের সিংড়ার শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার বাবা-মাকে সম্মাননা প্রদান করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৫ টায় উপজেলা পরিষদ হলরুমে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহত দুই শহীদের বাবা-মার হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হা-মীম তাবাসসুম প্রভা। চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি অধ্যাপক আখতারুজ্জামান এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) গোলাম রাব্বানী সরদার, নাটোর জেলার লাঠি-বাঁশি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুস সালাম, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রেজা রাব্বানী, আবু বকর সিদ্দিক, নোমাল ফাইসাল, আন্দোলনে শহীদ রমজান আলীর পিতা কৃষক নজরুল ইসলাম, শহীদ সোহেল রানার পিতা কৃষক মতলেব আলী, কলম ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক হারুন অর রশিদ।
সভায় আন্দোলনে শহীদ রমজান আলী ও শহীদ সোহেল রানার রুহের মাগফেরাত কামনা দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল