শিরোনাম
১০ সেপ্টেম্বর, ২০২৪ ২১:৩৩

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি:

নৌকায় ঘুরতে গিয়ে পানিতে ডুবে ২ জনের মৃত্যু

প্রতীকী ছবি

কুমিল্লার লাকসামে নৌকা নিয়ে ঘুরতে গিয়ে পানিতে ডুবে খালা-ভাগিনার মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ১টায় উপজেলার মুদাফরগঞ্জ উত্তর ইউনিয়নের মধ্যম আউশপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

মারা যাওয়া শিশুদের মধ্যে শাহনাজ আক্তার (৯) চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। সে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রঘুরামপুর গ্রামের আবদুল হান্নান মুন্সির মেয়ে। অন্যজন আরিফ হোসেন (৪) বরুড়া উপজেলার লক্ষীপুর গ্রামের ইমরান হোসেনের ছেলে। সম্পর্কে তারা আপন খালা-ভাগনি। 

স্থানীয়রা জানান, তিনদিন পূর্বে শাহনাজ আক্তার ও তার ভাগিনা আরিফ হোসেন লাকসামের মধ্যম আউশপাড়া গ্রামে নিকট আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে শাহনাজ, আরিফসহ ছয়জন শিশুসহ নৌকাযোগে বাড়ির পাশে ঘুরতে যায়। একপর্যায়ে নৌকা ডুবে খালা-ভাগ্নি ঘটনাস্থলে মারা যায়। একসঙ্গে খালা-ভাগ্নির মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাব উদ্দিন খান জানান, এ বিষয়ে কেউ আমাদের অবহিত করেনি। এ বিষয়ে খোঁজ-খবর নিচ্ছি।

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর