কুড়িগ্রামের রাজারহাটে বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কন্যা শিশুর মৃত্যু ঘটেছে। ঘটনাটি ঘটে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব গ্রামে।
স্থানীয়রা জানান,উপজেলার সুখদেব গ্রামের জনৈক মজিবর রহমানের ৬বছরের শিশু কন্যা মারুফা আক্তার দুপুরের পর তার বাড়ির নিজ ঘরের ভেতর বৈদ্যুতিক ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। স্থানীয়রা ও তার স্বজন ঘটনার পর মারুফাকে সেখান থেকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে ভর্তি করাতে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
শিশুটি উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সুখদেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণিতে অধ্যয়নরত ছিল।
এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান পিপিএম নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম