মৌলভীবাজারের কুলাউড়ায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে। সোমবার উপজেলা প্রশাসন ও শিশু একাডেমির আয়োজনে পরিষদের সভাকক্ষে রচনা, হামদ-নাত প্রতিযোগিতা, আলোচনাসভা, পুরস্কার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো. আবুল বাসারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহ জহিরুল হোসেন, কৃষি কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু মাসুদ, সহকারী শিক্ষা কর্মকর্তা সৌরভ গোস্বামী প্রমুখ।
সভাশেষে ৪ শতাধিক শিশুদের অংশগ্রহণে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্যরা। অনুষ্ঠানে দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা কাউছার আহমদ। অনুষ্ঠানে শিশু শিক্ষার্থীরা ছাড়াও তাদের অভিভাবকরা অংশগ্রহণ করে।
বিডি প্রতিদিন/এএম