চলতি বছরে আট মাসে নেত্রকোনার বিভিন্ন সীমান্ত এলাকায় প্রায় ২৫ কোটি টাকার মালামাল জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (৩১ বিজিবি)।
বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, চলতি বছরের জানুয়ারি থেকে ৩১ আগস্ট পর্যন্ত মোট ২৪ কোটি ৯৪ লাখ ৬৯ হাজার ৪৫৭ টাকার চোরাই মাল জব্দ করেছে বিজিবি। জব্দকৃত এসব মালামালে মোট ৪৩ ধরনের পণ্য রয়েছে বলে জানানো হয়েছে।
প্রেস তথ্যে উল্লেখিত মোট ৪৩ ধরনের পণ্যের মধ্যে আনুমানিক ১৯ কোটি ৯২ লাখ ৯৫ হাজার ২০০ টাকা মূল্যের ১২ লাখ ৯৫ হাজার ৬৫৮ কেজি চিনি ধরা পড়েছে। এছাড়াও ২ কোটি ২০ লাখ ৭২ হাজার টাকা মূল্যের ৫ হাজার ৬৩৫ পিস কম্বল জব্দ করা হয়েছে। ১৩ লাখ ১৪ হাজার টাকার ১৮টি গরু জব্দ করা হয়। ১৩ লাখ ২২ হাজার ৮৭০ টাকা মূল্যের ৫০ টি মোবাইল ফোন, ২ লাখ ১০ হাজার টাকার ২ গ্রাম স্বর্ণ, এক লাখ টাকার একটি হরিণ, ৩৯ লাখ ৭৪ হাজার ৭০০ টাকা মূল্যের ২ লাখ ৬১ হাজার ৬৩০ কেজি কয়লা, ১৪ লাখ ৫০ হাজার ৬৮৯ টাকা মূল্যের ৩ হাজার ৭১৩ পিস কসমেটিক্স, ৮ লাখ ২০ হাজার টাকা মূল্যের ১৭৩ পিস শাড়ি, ১২ লাখ ৩৬ হাজার ৯৮০ টাকা মূল্যের ১০ হাজার ৯৪৩ কেজি পিঁয়াজ, ৩৭ লাখ ২৫ হাজার ৬০০ টাকা মূল্যের ৮ হাজার ২৭৯ কেজি সুপারি, ২ লাখ ৬ হাজার ২৫০ টাকা মূল্যের ৩৯ হাজার ৪৫০ পিস কাঁচা সুপারিসহ নানা পণ্য।
বিডি প্রতিদিন/একেএ