শিরোনাম
৫ অক্টোবর, ২০২৪ ১৬:২০

চাঁপাইনবাবগঞ্জে তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জে তাজা ককটেল উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের দক্ষিণশহর এলাকার একটি জঙ্গল থেকে ১৭টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে ককটেলগুলো একটি বালতির মধ্যে থেকে উদ্ধার করা হয়।  

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান জানান, গোপন তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দক্ষিণশহর এলাকায় অবস্থিত ওদুদ বিনোদন পার্কের পিছনে জঙ্গলের মধ্যে বিস্ফোরকদ্রব্য লুকিয়ে রাখা হয়েছে বলে জানা যায়। এ সংবাদের ভিত্তিতে দুপুর ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদলসহ সেনাবাহিনী এবং পুলিশকে সাথে নিয়ে যৌথ অভিযান চালায়। এসময় দক্ষিণ শহর গ্রামের ইউসুফ রানার আম বাগানের ঘন জঙ্গলের মধ্যে লুকায়িত অবস্থায় একটি প্লাষ্টিকের বালতির মধ্য হতে ১৭টি তাজা ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলো চাঁপাইনবাবগঞ্জ সদর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি। 

বিডি প্রতিদিন/এএম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর